প্রথম ধাপে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ ও উইন্ডিজকে হোয়াইটওয়াশ করার নায়ক জাকের আলী। তাদের সঙ্গী হয়েছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
দ্বিতীয় ধাপে বিকেল ৫টায় ফিরবেন আরো কয়েকজন ক্রিকেটার। বাকিরা ফিরবেন আগামীকাল। সফরে ২ টেস্টের সিরিজ ১-১ সমতায় শেষ করলেও, ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। এরপর টি-টোয়েন্টি সিরিজে উল্টো ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে টাইগাররা।