পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান রমিজ রাজার সঙ্গে দ্বন্দ্বে ২০২১ সালে প্রথমবার অবসর ঘোষণা করেছিলেন আমির।
তবে পাকিস্তানের ক্রিকেটে পট পরিবর্তনে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আমির আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন। তবে, বিশ্বকাপে সুবিধা করতে পারেননি।
বিশ্বকাপের পর আর জাতীয় দলের স্কোয়াডে সুযোগ হয়নি। ২০০৯ সালে অভিষেক হওয়া এই বাঁহাতি পেসার আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের জার্সি গায়ে তিন ফরম্যাটে ২৭১ উইকেট ঝুলিতে ভরেছেন।
ব্যাট হাতে করেছেন ১ হাজার ১৭৯ রান। ফিক্সিংয়ের অভিযোগে দীর্ঘদিন ক্রিকেট থেকে নিষিদ্ধও ছিলেন আমির।