ক্রিকেট
এখন মাঠে
0

১৫ বছর পর উইন্ডিজের মাটিতে টাইগারদের টেস্ট জয়

দীর্ঘ ১৫ বছর পর উইন্ডিজের মাটিতে টেস্ট জিতলো বাংলাদেশ। কিংস্টনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ক্যারিবীয়দের ১০১ রানে হারিয়েছে টাইগাররা। স্বাগতিকদের স্পিন ভেল্কি দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন তাইজুল ইসলাম।

বাংলাদেশকে জ্যামাইকা টেস্ট জেতার স্বপ্ন দেখানো শুরু করেছিলেন নাহিদ রানা। সেই স্বপ্ন বাস্তবায়নের শেষাংশেও তারই ভূমিকা। ১৫ বছর পর ক্যারিবীয়দের ডেরায় ক্রিকেটের অভিজাত ফরম্যাটে জয়ের স্বাদ পেল বাংলাদেশ।

জিতলে হলে রেকর্ড গড়তে হতো উইন্ডিজকে। কারণ স্যাবাইনা পার্কে ২৮৭ রানের লক্ষ্য তাড়া করার নজির নেই। ম্যাচ বাঁচাতে চতুর্থ দিনের প্রথম সেশনেই ওয়ানডে স্টাইলে ব্যাট করতে থাকেন ক্যারিবীয় দুই ওপেনার। যদিও ব্র্যাথওয়েট আর লুউইস বড় জুটি করতে ব্যর্থ। দলীয় ২৩ রানে প্রথম উইকেট হারায় উইন্ডিজ। অধিনায়ক ব্র্যাথওয়েট কার্টিকে নিয়ে বড় জুটির আভাস দিয়েছেন। তবে তাসকিন আহমেদ তা হতে দেননি। ব্যক্তিগত ১৪ রানে বিদায় নেন কার্টি।

তিনে নামা কাভিম হজ অবশ্য দলীয় অধিনায়ককে নিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টা করেছেন। সেই চেষ্টা বৃথা করেছেন স্পিনার তাইজুল। মাত্র ৭ রানের জন্য ফিফটি মিস করেছেন ক্যারিবীয় অধিনায়ক।

এরপর থেকেই যেন দিশেহারা হয়ে যান স্বাগতিক ব্যাটাররা। টাইগারদের বোলিং তোপে তাসের ঘরের মতো ধরে পড়ে উইন্ডিজের ব্যাটিং লাইন। তখন স্পট লাইটে তাইজুল ইসলাম। তার স্পিন ভেল্ডিকে কাবু হয়ে যায় ক্যারিবীয়রা। ১৮৫ রানে থেমে যায় তাদের ইনিংস।

এদিন ১৫তম বারের মতো ৫ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন তাইজুল । পুরো ম্যাচে ৬ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাটিংয়ে ৩০ রান করে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন তিনি। আর যৌথভাবে সিলসের সাথে সিরিজ সেরা তাসকিন। টাইগারদের এই জয়ে ১-১ সমতায় শেষ হলো টেস্ট সিরিজ।

এর আগে উইন্ডিজের জন্য চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করাতে বড় ভূমিকা রাখেন জাকের আলী অনিক। তার ৯১ রানের ইনিংসে ভর করে তিনশ'র কাছাকাছি লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ২৬৮ রানে অলআউট হয় মিরাজের দল।

এসএস