মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে আয়ারল্যান্ড। মারুফা ও সুলতানার বল খেলতে হিমশিম খেতে হয় দুই ওপেনারের।
ওপেনার গ্যাবি লুইসকে মোস্তারির হাতে ক্যাচ দিতে বাধ্য করেন সুলতানা খাতুন। আরেক ওপেনার সারাহকে লেগ বিফোর করেন নাহিদা।
এরপর দলের হাল ধরেন অধিনায়ক এমি ও অরলা। ৬৮ রান করে স্বর্নার বলে আউট হন অধিনায়ক এমি। অন্যদিকে ৩৭ রান করে রানআউটে কাটা পড়েন অরলা।
শেষদিকে লরা ডিলানির ৩৩ আর উনা রেমন্ডের ২১ রানে, ১৯৩ রানের সংগ্রহ পায় আইরিশরা।