শনিবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরই মধ্যে প্রথম ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে জ্যোতি, নাহিদারা।
প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে জয় পেলেও টাইগ্রেস ব্যাটাররা খেলেছেন বেশকিছু ডট বল। ফলে এ নিয়ে প্রশ্ন ওঠে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে। যদিও এ নিয়ে খুব বেশি চিন্তিত নন ব্যাটিং কোচ।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটিং কোচ নাসির উদ্দিন ফারুক বলেন, ‘মেয়েদের ক্রিকেটে ডট বল হবে। এই উইকেটে ডট বল হওয়াটাই স্বাভাবিক। আরেকটা ভালো দিক হচ্ছে আমাদের ম্যাচগুলোতে বাউন্ডারি হওয়ার সংখ্যাটা বাড়ছে।’
প্রথম ওয়ানডেতে একমাত্র পেসার মারুফাকে নিয়ে একাদশ সাজায় টিম ম্যানেজমেন্ট। উইকেট বিবেচনায় এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন ব্যাটিং কোচ।
দলীয় পারফরম্যান্স কিংবা র্যাংকিং সবকিছুতেই এগিয়ে টাইগ্রেসরা। তাই ঘরের মাঠে ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হারের পর আইরিশদের দিয়েই সিরিজ জয়ের প্রত্যাশা জ্যোতিদের।