ক্রিকেট
এখন মাঠে
0

ঘরের মাঠের আয়ারল্যান্ডকে সিরিজ হারাতে চায় বাংলাদেশ

ঘরের মাঠের চেনা কন্ডিশনে আয়ারল্যান্ডকে সিরিজ হারাতে চায় বাংলাদেশ। সাম্প্রতিক ফর্ম ধরে রেখে বাংলাদেশে ভালো খেলার চ্যালেঞ্জ নিতে চায় আয়ারল্যান্ডও।

ভিন্ন আবহে ট্রফি উন্মোচন। এবারের বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজকে ঘিরে আয়োজন হার মানাবে অতীতের সকল হোম সিরিজকে।

আয়োজনের পাশাপাশি নারী দলের অনুশীলনেও বাড়তি আবহ দেখা গেলো মিরপুর একাডেমি মাঠে। অনেকটা সময় ভলিবলে সময় দিয়ে তারপর মূল অনুশীলনে মারুফা আক্তার-জাহানারা খাতুনরা।

আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে আইরিশ সিরিজ গুরুত্বপূর্ণ। তবে অধিনায়ক জ্যোতির মনোযোগের কেন্দ্রবিন্দুতে আপাতত আয়ারল্যান্ড সিরিজ। বিশ্বকাপের ভাবনাকে সরিয়ে রেখে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে জিততে চান ম্যাচ বাই ম্যাচ।

বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আমাদের এখন ফোকাস থাকবে প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ খেলা। এটা বাদেও আমাদের আরেকটা সিরিজ রয়েছে। আমরা চেষ্টা করবো আমরা প্রত্যেকটা ম্যাচ ডোমিনেট করে খেলতে পারি।’

সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে হারিয়েছে আয়ারল্যান্ড। বাংলাদেশেও জয়ের ধারা অব্যাহত রাখতে চান আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস।

গ্যাবি লুইস বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে আমরা আধিপত্য বিস্তার করেই খেলতে চাই। শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে আমরা ভালো খেলেছি। বাংলাদেশে সেই ধারা অব্যাহত রাখতে চাই। কন্ডিশন বিবেচনায় আমাদের প্রস্তুতি নিয়ে আমরা সন্তুষ্ট।’

সর্বশেষ দেখায় ২০১৬ সালে আয়ারল্যান্ডকে ওয়ানডেতে হারিয়েছিলো বাংলাদেশ। প্রথমবারের মতো আয়ারল্যান্ড নারী দলের বাংলাদেশ সফরে আট বছর পর আবারো ৫০ ওভারের ফরম্যাটে মুখোমুখি দুদল। দ্বিপাক্ষিক সিরিজেও বিশ্বকাপের সমীকরণের সামনে দাঁড়িয়ে জ্যোতিরা নিশ্চয়ই কোনো ম্যাচেই জয় হাতছাড়া করতে চাইবেন না।

ইএ