ক্রিকেট
এখন মাঠে
0

মমিনুল-লিটনের ব্যাটে শুরুর ধাক্কা সামলেছে বাংলাদেশ

অ্যান্টিগায় প্রথম টেস্টের তৃতীয় দিন ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ১১৭ রান।

আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মুমিনুল হক ও শাহাদাত হোসেন দীপু শুরুটা করেছিলেন দেখেশুনে। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। অফ স্ট্যাম্পের বাইরে কেমার রোচের সাদামাটা বলেই কট বিহান্ড হয়ে ব্যক্তিগত আঠারো রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন শাহাদাত দীপু।

ফলে মমিনুল-দীপুর জুটি ভাঙে ৪৫ রানেই। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসেছেন উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস। কেমার রোচ ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে উইকেট শিকার করেছেন জেইডেন সিলস ও আলজারি জোসেফ।

প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৫০ রান তুলে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৪ সালের পর ঘরের মাঠে যেটা তাদের সর্বোচ্চ দলীয় রান।

এএইচ