এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম উইকেট হারানোর পর জুটি গড়ে তোলেন জাজাই ও শানাকা। শেষ পর্যন্ত শানাকার ৬২ ও জাজাইয়ের ৩৫ রানে ১০৬ রানের সংগ্রহ পায় টাইগার্স। ইনিংসের তৃতীয় ওভারে বল হাতে নিয়েই ফাফ ডু প্লেসিকে ফেরান সাকিব।
বাংলা টাইগার্সকে ব্রেক থ্রু এনে দেয়া সাকিব এক চারে প্রথম ওভারে দিয়েছেন মাত্র ৭ রান। পরের ওভারে রোগান মোস্তফাকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন এই বাঁহাতি।
সব মিলিয়ে ২ ওভারে ১৫ রানে ২ উইকেট নিয়েছেন বাংলা টাইগার্সের অধিনায়ক। পরের ওভারে সাকিবের থ্রোতে রশিদের বলে রান আউট হয়েছেন আন্দ্রেস গুস।
শেষ ওভারে স্যাম্প আর্মির জয় নিশ্চিত করেন ২৭ রান করা জ্যাক টেলর ও ১৫ রান করা করিম জানাত।