ক্রিকেট
এখন মাঠে
0

আফগানদের কাছে সিরিজ হারল বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে পরাজয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে টাইগারদের বিপক্ষে ৫ উইকেটের জয় পায় আফগানরা।

বাংলাদেশের দেয়া ২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দেখেশুনে শুরু করে আফগানিস্তান। 

তবে অভিষিক্ত নাহিদ রানার গতিতে বারবার অস্বস্তিতে পড়েছে দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও সেদিকুল্লাহ আতাল। 

অষ্টম ওভারের চতুর্থ বলে রানার গতি ও সুইং না বুঝে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন আতাল। 

মুস্তাফিজের বলে রহমত শাহ ও শহীদী ফিরেছেন দ্রুতই। তবে এরপরেই ওমরজাইকে সঙ্গী করে ম্যাচের হাল ধরেন আফগান ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ। 

১১৭ বলে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। তবে ৩৯তম ওভারে মিরাজের বলে ক্যাচ তুলে বিদায় নেন এই ব্যাটার। গুরবাজের পরেই গুলবাদিন নাঈবের উইকেট নেন রানা। 

তাতে আবারও ম্যাচে ফেরার স্বপ্ন দেখে বাংলাদেশ। তবে মোহাম্মদ নবীকে নিয়ে টাইগারদের সেই স্বপ্ন পূরণ হতে দেননি ওমরজাই। শেষ পর্যন্ত ৫ উইকেটের জয় পায় আফগানিস্তান। 

৩৪ রানে অপরাজিত থাকেন নাবী, আজমাতুল্লাহ ওমরজাই করেন ৭০ রান। এর আগে দিনের শুরুতে টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ফিফটি রান এনে দেন তানজিদ তামিম ও সৌম্য সরকার। 

তবে ৭২ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে উদ্ধার করেন ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদি মিরাজ ও অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে রিয়াদ খেলেন ৯৮ রানের ইনিংস।

ইএ