ক্রিকেট
এখন মাঠে
0

সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাট করছে বাংলাদেশ

সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৫ উইকেটে ২১৭ রান।

টস জিতে ব্যাট করতে নেমে দেখে শুনেই শুরু করেন বাংলাদেশি দুই ওপেনার সৌম্য সরকার ও তানজিদ তামিম। বল গড়ানোর সঙ্গে সঙ্গে আগ্রাসী হয়ে ওঠেন তারা। দু'জন মিলে গড়েন ফিফটি রানের জুটি। তবে বেশিদূর এগোতে পারেননি সৌম্য।

২৩ বলে ২৪ রান করে দলীয় ৫৩ রানে আউট হন তিনি। পরের দুই ওভারে তানজিদ তামিম ও জাকির হাসানও ফিরে গেলে বিপদে পড়ে যায় দল। ব্যাট হাতে আরো একবার ব্যর্থ তাওহীদ হৃদয়। ৭ রান করে আউট হন তিনিও।

ইনজুরিতে থাকায় এ ম্যাচে শান্তর পরিবর্তে নেতৃত্ব দিচ্ছেন মিরাজ। একাদশে খেলছেন জাকির হাসান। তাসকিনের পরিবর্তে অভিষেক হয়েছে নাহিদ রানার।

এএইচ