হত্যা মামলার খড়গ নিয়ে জাতীয় দলের হয়ে খেলা সাকিব আল হাসান বাংলাদেশে খেলে অবসর নেবেন। এমনটাই চান বলে সাম্প্রতিক সময়ে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তারপর থেকেই দেশের মাটিতে খেলে অভিজাত ফরম্যাটকে বিদায় জানানোর সম্ভাবনাটা জোরালো হতে থাকে সাকিবের। এবার বিসিবি সভাপতিও সে বিষয়ে সবুজ সংকেত দিলেন।
তিনি বলেন, 'সাকিবের বিষয়টা পুরোপুরি সরকারি লেভেল থেকে আসতে হবে। সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে। তার খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে রিটায়ার্ড করার।'
সাকিবদের গুরু চন্ডিকা হাথুরুসিংহকে যে জাতীয় দলের দায়িত্বে বিসিবি সভাপতি দেখতে চান না, সে কথা অনেক আগেই গণমাধ্যমকে বলেছেন। বিসিবির মসনদে বসেই লঙ্কান কোচকে সরানোর ব্যাপারে আভাসও দিয়েছিলেন। তবে, এখন অব্দি হাথুরুকে বিদায় দেয়ার দিনক্ষণ চূড়ান্ত করতে পারেনি বিসিবি।
ফারুক আমেদ বলেন, 'এখনও সামনে তিনটা সিরিজ আছে, ছয় মাস সময় আছে। আমরা চেষ্টা করছি পজিটিভ কিছু করার, তাড়াতাড়িই দেখতে পারবেন। আমি যদি চেষ্টা না করি তাহলে হুট করেই কোনো সিদ্ধান্ত নিতে পারবো না।'
মিরপুরের পিচে রান খরা থাকায় কিউরেটর গামিনিকে নিয়ে প্রায়ই সমালোচনা হয়। লম্বা সময় ধরে এ দায়িত্বে থাকা লঙ্কানের সাম্প্রতিক কর্মকাণ্ডেও খুশি নন ফারুক আহমেদ। তবে, আসন্ন বিপিএলে স্পোর্টিং উইকেট করার ব্যাপারে আশাবাদী বিসিবি বস।
ফারুক আমেদ বলেন, 'আমি এটা শিউর করতে চাই যে, টি-টোয়েন্টি উইকেট ঢাকা স্টেডিয়ামে যেন স্পোর্টিং উইকেট হয়, যেন সবাই ভালো খেলা দেখতে পারেন। এই ইন্সট্রাকশন দেয়ার পরও যদি স্পোর্টিং উইকেট না হয় তাহলে আমি খুবই আপসেট হবো। আমি চেষ্টা করবো এটা যেন ভালো স্পোর্টিং উইকেট হয়।'
ফারুক আহমেদ দায়িত্ব নেয়ার পর তৃতীয়বারের মতো বোর্ড সভা করলেন। অধিকাংশ পরিচালকই সভায় অনুপস্থিত ছিলেন। কেউ কেউ আত্মগোপনে থাকায় তিনবারই ছিলেন না। গঠনতন্ত্র অনুযায়ী তাদের পদ চলে যাওয়ার কথা। তবে, তাদের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত আসবে বলে জানালেন বিসিবি প্রধান।