ক্রিকেট
এখন মাঠে
0

চার উইকেট নিয়ে ভারত শিবিরে হাসান মাহমুদের ধাক্কা

সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করছে ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ৬ উইকেটে ২৫৬ রান।

শুরুতে ব্যাটিংয়ে নেমে সাবধানী সূচনা করেন জয়স্বাল ও রোহিত শর্মা।

তবে হাসান মাহমুদের বলের গতিতে শুরুতে বেসামাল হয়ে শান্তকে ক্যাচ তুলে দেন ভারতের অধিনায়ক রোহিত। দলের প্রথম ব্রেক থ্রু এনেও থামেননি তরুণ এই পেসার।

স্কোরবোর্ডে আরও ২০ রান যোগ করতেই দুই টপ অর্ডার ব্যাটার শুভমান গিল ও ভিরাট কোহলিকেও আউট করেন মাহমুদ। দলের এমন পরিস্থিতিতেও দিশেহারা হননি উদ্বোধনী ব্যাটার জয়স্বাল। রিশাভ পন্তকে সঙ্গী করে বিপর্যয় সামাল দিচ্ছেন ঠাণ্ডা মাথায়।

সবশেষ বাংলাদেশ সময় সোয়া চারটা পর্যন্ত রবীন্দ্র জাদেজার ৪৩ ও রবিচন্দ্র অশ্বিনের ৬৪ রানে ভারতের রান দাঁড়িয়েছে ২৫৬।