৩ অক্টোবর স্কটল্যান্ডের মোকাবিলা করবে নিগার সুলতানার দল। একদিন বিরতির পর বাংলাদেশকে লড়াই করতে হবে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে। তারপর থাকছে চার দিনের বিরতি।
১০ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ উইন্ডিজ। এ তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। গ্রুপপর্বে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচটি খেলবে দক্ষিণ আফ্রিকার সাথে।
১২ অক্টোবর হতে যাওয়া সে ম্যাচের ভেন্যু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এবারের আসরের সেমিফাইনাল হবে যথাক্রমে ১৭ ও ১৮ অক্টোবর।
আর ২০ অক্টোবর ফাইনাল দিয়ে পর্দা নামবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের।