ক্রিকেট
এখন মাঠে
0

ভেট্টোরিকে ছাড়িয়ে রাওয়ালপিন্ডিতে সাকিবের অনন্য রেকর্ড

রাওয়ালপিন্ডি টেস্টে বল হাতে জ্বলে উঠলেন সাকিব আল হাসান। আর তাতে অসাধারণ এক অর্জনও ধরা দিল। ভেট্টোরিকে ছাড়িয়ে বাঁহাতি স্পিন বোলাদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন সাকিব আল হাসান।

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বৈচিত্রময় চরিত্র সাকিব আল হাসান। বিতর্কের তুঙ্গে থাকলেও নিঃসন্দেহেই বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব। আর চাপের মুখেই সাকিব যেন হয়ে ওঠেন আরও বেশি ভয়ঙ্কর। তা আবারও প্রমাণ করলেন রাওয়ালপিন্ডিতে। মাঠের বাইরে হত্যা মামলার ঝড়, কিন্তু মাঠে তিনি তুলে নিয়েছেন আরেকটি বিশ্বরেকর্ড। আর এবার ভেট্টোরিকে ছাড়িয়ে বাঁহাতি স্পিন বোলাদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন সাকিব আল হাসান।

সাকিব রাওয়ালপিন্ডি টেস্ট শুরু করেন ৭শ' ৩ উইকেট নিয়ে। প্রথম ইনিংসে ২৭ ওভারে ১০০ রান দিয়ে তার প্রাপ্তি ছিল কেবল একটি উইকেট। শেষ দিন পাকিস্তানের নতুন রান মেশিন সৌদ শাকিলকে শূন্য রানে থামিয়ে ভেট্টোরিকে স্পর্শ করেন তিনি। পরে আব্দুল্লাহ শাফিকের উইকেট নিয়ে বাংলাদেশের কিংবদন্তি ছাড়িয়ে যান নিউজিল্যান্ডের গ্রেটকে। পরে নাসিম শাহর উইকেট নিয়ে নিজেকে তুলে নেন আরেকটু উচ্চতায়।

ভেট্টোরি ৪৯৮ ইনিংস বোলিং করে ৭শ' ৫ উইকেট পেয়েছেন। সাকিব তাকে ছাড়িয়ে গেলেন ৪৮২ ইনিংসে। টেস্টে সাকিবের উইকেট ২৪১টি, ওয়ানডেতে ৩১৭টি আর টি-টোয়েন্টিতে ১৪৯টি। এদিকে বাঁহাতি স্পিনারদের মধ্যে সাকিব ও ভেট্টোরি ছাড়া ৬০০ উইকেটও নেই আর কারও। ৫৬৮ উইকেট নিয়ে তিনে রবীন্দ্র জাদেজা, ৫২৫ উইকেট নিয়ে চারে রাঙ্গানা হেরাথ। পাঁচে থাকা সানাৎ জায়াসুরিয়ার উইকেট ৪৪০টি।

পেস-স্পিন মিলিয়ে বাঁহাতি বোলারদের মধ্যে সাকিব আছেন এখন তিনে। ৯১৬ উইকেট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে ওয়াসিম আকরাম। ৭৬১ উইকেট নিয়ে সাকিবের ওপরে আছে চামিন্দা ভাস।

টেস্ট ম্যাচ চলাকালীন সময়েও দেশের বানভাসি মানুষের জন্য মন কাঁদছিলো মুশফিকের। তাই তো ম্যাচসেরার পুরস্কারের ৩ লাখ রুপি যা বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ২৯ হাজার টাকা দান করেছেন বন্যার্তদের জন্য।

উল্লেখ্য শুধু এবারই নয়, এর আগের ২০২২ সালে সিলেট-সুনামগঞ্জের বন্যাতেও নিজের একমাসের বেতনের পুরোটা দান করেছিলেন এই লিটল মাস্টার।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর