বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিচালনা কমিটিতে পরিবর্তনের হাওয়া লেগেছে। ঢেউ লাগতে পারে বাংলাদেশ দলের কোচিং প্যানেলেও।পরিচালনা পরিষদে পরিবর্তন এলে কোচ হিসেবে হাথুরুসিংহে থাকবেন কিনা এমন প্রশ্ন ছিল রাওয়ালপিন্ডির সংবাদ সম্মেলনেও।
যতদিন মেয়াদ আছে ততদিন থাকতে চান হাথুরু। তবে বোর্ড পরিবর্তন চাইলে আপত্তি নেই তার। আপাতত মনোযোগ দিতে চান পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে। একই সাথে সাম্প্রতিকসময়ে বাংলাদেশে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় ছাত্র-জনতার প্রতি সহমর্মিতাও জানিয়েছেন তিনি। পাকিস্তানের সঙ্গে ভালো ম্যাচ উপহার দিয়ে স্বস্তি উপহার দিতে চান দেশের মানুষকে।
সংবাদ সম্মেলনে চন্ডিকা হাথুরুসিংহে বলেন , 'যতদিন পযর্ন্ত চুক্তির মেয়াদ আছে ততদিন পযর্ন্ত দায়িত্ব পালন করতে চাই । তবে বোর্ড পরিবর্তন চাইলে আমার কোনো সমস্যা নাই। কিন্তু বোর্ড যদি চায় তাহলে আমি খুশি মনে দায়িত্ব পালন করবো। পাকিস্তানের বিপক্ষে ভালো কিছু করতে চাই। বাংলাদেশের মানুষকে স্বস্তি উপহার দেয়ার বিষয়ে আমি আশাবাদী।'
অন্যদিকে প্রথম টেস্ট শুরুর একদিন আগেই একাদশ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবি। শান মাসুদের নেতৃত্বে দলে আছেন চারজন পেসার, ছয়জন ব্যাটার ও একজন অলরাউন্ডার। পাকিস্তানের মাটিতে চার পেসার শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররাম শেহজাদ ও মোহাম্মদ আলীদের পেস সামলাতে কঠিন পরীক্ষাই দিতে হবে বাংলাদেশি ব্যাটারদের।
ওয়ানডেতে একাধিক জয়ের গল্প থাকলেও ২০০১ সাল থেকে এখন পর্যন্ত পাকিস্তানের সাথে খেলা ১৩ টি টেস্ট ম্যাচের একটিতেও জয় পায়নি বাংলাদেশ। ১২ হারের বিপরীতে ১টি মাত্র ড্র টাইগারদের। বুধবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে নামবে বাংলাদেশ দল।। এখন দেখার বিষয় শান্ত-লিটনরা টেস্টে পাকিস্তানকে ধরাশায়ী করে প্রথম সাফল্য তুলে নিতে পারে কি না।