ক্রিকেট
এখন মাঠে
0

শেষ হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট

শেষ হলো বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট। ফাইনালে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়।

মিরপুর ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। যুবসমাজ ও ছাত্রদের মাদক থেকে দূরে রাখতে ছাত্রলীগের এমন আয়োজনের প্রশংসা করেন মন্ত্রী। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা।

আগামীতে এই ধরণের আয়োজনে সংগঠনটির পাশে থাকার কথা জানান তারা। এদিন, মাদক, বাল্যবিবাহ, যৌতুকের বিরুদ্ধে বিশেষ ভূমিকা রাখায় তিনজনকে ক্রেস্ট ও ৫০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।

এছাড়া এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া দলকে ৫ লাখ, রানারআপ দলকে ২ লাখ ও তৃতীয় হওয়া দলকে ১ লাখ টাকা করে দেয়া হয়। এবারের আয়োজনে মোট ৬৪টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর