ক্রিকেট
এখন মাঠে
দেড় বছর পর দলে ফিরেই তিন উইকেট সাইফুদ্দিনের
নিজের পারফরমেন্সের ধারাবাহিকতায় বিশ্বকাপের লড়াইয়ে লাল সবুজের জার্সি পড়ার ইচ্ছা সাইফুদ্দিনের। দীর্ঘ ১৮ মাস পর বাংলাদেশ দলের হয়ে খেলতে নেমে নিজের অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ করেছেন ক্রীড়াপ্রেমীদের। একটুর জন্য ম্যাচ সেরার পুরস্কার হাতছাড়া হলেও উল্লাসিত বাংলাদেশের পেস বোলিং এই অলরাউন্ডার। দ্বিতীয় ম্যাচে দলের জয়ের টোটকা দিলেন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে।

বল হাতে ১৮ মাস পর দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের পক্ষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কারও হয়তো উঠতো তার হাতে। তবে দলের আরেক পেসার তাসকিন আহমেদের কাছে পিছিয়ে পড়ে সাইফুদ্দিন। একই পরিমাণ ওভার, সমান তিন উইকেট, তবে মাত্র ১ রানের ব্যবধানে ম্যাচ সেরার পুরস্কার হাতছাড়া হয় পেস বোলিং এই অলরাউন্ডারের।

তবে তাতে কী? লম্বা সময় পর দল ফিরেও পারফরম্যান্স করতে পারায় উল্লাস দেখিয়েছেন ম্যাচের পরে সংবাদ সম্মেলনে। তবে সাইফুদ্দিনের মূল লক্ষ্য পরের ম্যাচগুলোতে এই ধারাবাহিকতা ধরে রেখে দলের সঙ্গে বিশ্বকাপের বিমান ওঠা।

একদিন পরই দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লড়াইয়ে নামবে বাংলাদেশ। তবে প্রতিপক্ষ জিম্বাবুয়ে দলের অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছেন। সে হিসেবে স্বাগতিকরা অনেক পিছিয়ে আছে বলে মনে করেন সাইফুদ্দিন। সে জায়গায় দলের ভালো করার উপায়ও বললেন এই পেসার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের আত্মবিশ্বাস বাড়াতে সিরিজ জয় গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের। আর ব্যাটার বোলারদের দারুণ সমন্বয়ে সেদিকে এগোচ্ছে টাইগাররা এমনটাই জানিয়েছেন এই ক্রিকেটার।

এমএসআরএস