ক্রিকেট
এখন মাঠে
বাংলাদেশের বিপক্ষে রাজাকে অধিনায়ক করে দল ঘোষণা জিম্বাবুয়ের
সেকান্দার রাজাকে কেন্দ্র করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন তাদিওয়ানাশে মারুমানি ও ফারাজ আকরাম। এছাড়া অভিষেকের অপেক্ষায় রয়েছেন আরও এক ক্রিকেটার।

৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে তিন দিন পর বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। বিশ্বকাপের আগে দেশের মাটিতে এটিই হতে যাচ্ছে টিম বাংলাদেশের সবশেষ প্রস্তুতি নেয়ার সুযোগ।

যদিও ২০ দলের অংশগ্রহণে এবারের বিশ্বকাপে নেই জিম্বাবুয়ে। তাই এ সিরিজ সফরকারিদের থেকে বেশ গুরুত্বপূর্ণ শান্তদের জন্য। তবু যেনো হাল ছাড়তে নারাজ রোডেশিয়ানরা।

দল ঘোষণাটা করেছে আট ঘাট বেধেই। স্কোয়াডে রয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা লেগস্পিনার জোনাথন ক্যাম্পবেল। ক্যাম্পবেলের বাবা অ্যালিস্টার ক্যাম্পবেলও খেলেছেন জিম্বাবুয়ের জার্সি গায়ে। টেস্ট ওয়ানডে মিলিয়ে ক্যারিয়ারে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন আড়াইশোর কাছাকাছি।

আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু না হলেও এই লেগস্পিন অলরাউন্ডারের রয়েছে ২৬টা টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা। এরমধ্যে ২৫ ইনিংসে ব্যাট করে রান করেছেন ৩০০-র কাছাকাছি। ঝুলিতে আছে ১০ উইকেট।

স্কোয়াডে ফিরেছেন টপ অর্ডার ব্যাটার তাদিওয়ানাশে মারুমানি আর অলরাউন্ডার ফারাজ আকরাম। এক বছর পর দলে ফেরা মারুমানির শর্টার ফরম্যাটের ক্যারিয়ারও গড়পড়তা। খেলেছেন একটি মাত্র ৫০ উর্ধ্ব ইনিংস। অন্যদিকে ফারাজ আকরামেরও নেই টি-টোয়েন্টিতে খুব একটা সফলতা। ৩ ইনিংসে রান মাত্র ১৫।

এছাড়া দলে রয়েছে সেকান্দার রাজা, ক্রেগ আরভেইন, শেস উইলিয়ামস, ব্লেসিং মুজারাবানির মতো অভিজ্ঞ ক্রিকেটারও। আগামী ২৮ এপ্রিল দেশে আসবে জিম্বাবুয়ে দল। পরের মাসের ৩ তারিখ থেকে চট্টগ্রামে শুরু হবে দু'দলের টি-টোয়েন্টি সিরিজ।

এমএসআরএস