সিলেটে ক্রিকেট মানে যেনো প্রকৃতি আর পরিবেশের এক অনন্য মিতালী তৈরি করে দেয়া খেলোয়াড় থেকে খেলাপ্রেমীদের জন্য। এই সবুজের বুকে হাতেগোনা ক'দিন পর শুরু হতে চলেছে বাংলাদেশ ও ভারতের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের মাটিত অনুষ্ঠিত হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারই অংশ হিসেবে স্বাগতিকদের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রিত, স্মৃতিমান্দানারা। এদিন তারা বিশ্রামেই কাটাবে বলে টিম সূত্রে জানা গেছে।
এদিকে সিরিজ সামনে রেখে বাংলাদেশের মেয়েরা অনুশীলন করেছে সিলেট স্টেডিয়ামে। ২০১৪ সালে ভারতের মেয়েদের কাছে হোয়াইটওয়াশ হলেও, সবশেষ সিরিজে দারুণ প্রতিদ্বন্দ্বীতা গড়েছিল টাইগ্রেসরা। ২৮ এপ্রিল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখামুখি হবে বাংলাদেশ ও ভারত। সবগুলো ম্যাচই হবে সিলেটে।
অন্যদিকে নারী বিশ্বকাপকে সামনে রেখে নির্ধারিত ভেন্যু পরিদর্শনে ঢাকার পর সিলেট স্টেডিয়াম পরিদর্শন করেছে আইসিসি'র প্রতিনিধি দল। স্টেডিয়ামের গ্যালারি থেকে পর্যবেক্ষণ করেন ড্রেসিংরুম, প্রেসবক্স, মিডিয়াবক্সসহ স্টেডিয়ামের যাবতীয় সুযোগ সুবিধা। আইসিসির প্রতিনিধি দলের কেউই এবারে কথা না বললেও, পরিদর্শকদের সন্তুষ্টির কথা জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ সেলিম।
তিনি বলেন, 'মাঠ থেকে শুরু করে নিরাপত্তা সবকিছু পরিদর্শন করেছে। আমার সাথে তাদের আলাপ হয়েছে। তারা সন্তুষ্ট। তারপরও তারা বলেছেন কোনো সমস্যা থাকলে লিখিতভাবে জানাবে তারা।'
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ সিলেট স্টেডিয়ামে আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।