ক্রিকেট
এখন মাঠে
ফিল্ডিংয়ে ব্যর্থতার কারণ জানা নেই শান্তর কাছে
ব্যাটিং ব্যর্থতা, ফিল্ডিংয়ে একের পর এক ভুল, কোন কিছুরই ব্যাখ্যা নেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে। ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর নিজেদের ব্যর্থতা মেনে নিলেন তিনি। তবে দাবি করলেন, দলে কোন ভাঙন নেই।

টেস্টে চেনা রূপে বাংলাদেশ। ক্রিকেটের অভিজাত সংস্করণটা যে দুই যুগেও আয়ত্ব করা যায়নি আরও একবার তার প্রমাণ রাখলেন সাকিব-শান্তরা। সে ঘরের মাঠ হোক কিংবা পরের মাঠ, টেস্ট ক্রিকেটে খেলতে নামলেই যেন হতশ্রী রূপটা বেরিয়ে পড়ে তাদের। হুটহাট পাওয়া জয়গুলো তাই ফ্লুক কিংবা অঘটনই!

অবস্থা এতটাই করুণ যে, গেল কয়েক বছরে নিজেদের হারিয়ে খোঁজা শ্রীলঙ্কার কাছেও হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। লঙ্কানরা যেখানে রান পাহাড়ে চড়ছেন সেই একই উইকেটে খাবি খাচ্ছেন বাংলাদেশের ব্যাটাররা। তাদের যেন সাজঘরে ফেরার বড্ড তাড়া।

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, 'আমরা পুরো সিরিজে ভালো ব্যাটিং করতে পারিনি। আমাদের এক্সকিউজ দেওয়ার কোনো অপশন নেই। দুইটা সিরিজে ৪ টা ইনিংসে আমরা ভালো ব্যাটিং করি নাই।'

কেবল ব্যাটিংয়েই নয়, নির্বিষ বোলিং আর খাপছাড়া ফিল্ডিংয়েরই বা কি ব্যাখ্যা আছে অধিনায়কের কাছে?

অধিনায়ক বলেন, 'সবাই প্র্যাকটিস করেছে। প্র্যাকটিস প্রত্যেকটা ক্যাচও ধরে। ফিলিন্ডিংয়ে সবার ভালো প্রস্তুতি ছিল। কিন্তু ক্যাচগুলো আমরা ধরতে পারিনি।'

তামিম-মুশফিকদের অনুপস্থিতিতে বর্তমান দলটা অনেকটাই তরুণ। গুঞ্জন আছে, ক্যাপ্টেন্সি ইস্যুতে এই দলটাতেও বাজছে ভাঙনের সুর। বিশেষ করে লিটন দাসের মনোযোগ আজকাল মাঠের ক্রিকেটে কতটুকু আছে, এ নিয়ে প্রশ্ন থাকছেই। স্বাভাবিকভাবেই ভাঙনের গুঞ্জন স্বীকার করেননি বাংলাদেশ অধিনায়ক।

অধিনায়ক আরও বলনে, 'লিটন দাস দলের জন্য গুরুত্বপূর্ণ প্লেয়ার। শেষ দুইবছর টেস্টে ভালো করেছে কিন্তু এই সিরিজে ভালো করতে পারেনি। আমি আশা করবো সামনে ভালো করবে।'

টেস্টে হোয়াইটওয়াশ আর টি-টোয়েন্টি সিরিজে জয়, শ্রীলঙ্কার বাংলাদেশ মিশন সফল। দুই দলের বৈরিতার যে আলাপ বাজারে চলছে, সেটি আর মানতে রাজি নন লঙ্কান দলপতি।

ইএ