ম্যাথিউস ব্যাটিং অনুশীলন শেষ করেই যেন কুশল মেন্ডিসকে বলছেন, টেষ্ট জয়ের নোঙর সিলেটেই বসাতে হবে। মেঘের ভেলায় সূর্যের লুকোচুরিতে দিনের শুরু সিলেটের গ্রাউন্ড টু তে। সকাল থেকেই ব্যাটিং অনুশীলনে লঙ্কানদের অভিজ্ঞ ব্যাটাররা ঘাম ঝরিয়েছেন।
এদিকে দুপুর ২টায় গ্রাউন্ড টুতে কোচ ডেভিড হ্যাম্পস বোর্ডে ছক কষে মাঠে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করছেন। পরক্ষণেই দলে ডাক পাওয়া লিটন দাসকে কোচ আলাদাভাবে বুঝিয়ে দিচ্ছেন ব্যাটিংয়ে থিতু হওয়ার কৌশল।
টেষ্ট স্কোয়াডে নতুন মুখ নাহিদ রানা, মুশফিক হাসানকেও অনুশীলনে দেখা গিয়েছে। নেট প্র্যাকটিসে শান্ত, মমিনুল, লিটন, জাকির সেরে নিয়েছেন তাদের ঐচ্ছিক অনুশীলন। অনুশীলনে নাহিদ রানা, খালেদ হাসানও দেখিয়েছেন গতির ঝলক।
এদিকে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার থেকে শুরু হওয়া এ টেষ্ট ম্যাচকে সামনে রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, রমজানের জন্য দর্শক শুরুতে কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে দর্শকদের উপস্থিতি বাড়বে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া ম্যানেজার ফরহাদ কোরেশী বলেন, দুপুরের পর হয়তো দর্শক কিছুটা কমে যেতে পারে। তবে আশা করছি, দর্শক সমাগম ভালোই হবে।
টেষ্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চতুর্থ স্থানে অবস্থান করছে। শ্রীলঙ্কাকে সিলেট টেস্টে হারাতে পারলে নিজেদের অবস্থা আরও শক্ত হবে।