ক্রিকেট
এখন মাঠে
0

শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারালো বাংলাদেশ

অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অসাধারণ সেঞ্চুরিতে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে ৩ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেলো স্বাগতিকরা। টস জিতে আগে ব্যাট করে ২৫৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

সিলেটে আশা জাগিয়েও টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। তবে চট্টগ্রামে টাইগাররা সিরিজের শুরুটা করলো জয় দিয়েই। তাও আবার ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়নক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ জেতানোর পাশাপাশি নিজেও তুলে নিয়েছেন ক্যারিয়ারের তৃতীয় শতক।

যদিও ২৫৬ রানের লক্ষ্যে ব্যাট করমে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি স্বাগতিকদের। শূন্য রানেই লিটনকে ফেরান মধুশঙ্কা। উইকেট হারানোর ধারাবাহিকতায় মাত্র ৩ রানে থামে সৌম্য সরকারও। ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেনি তাওহিদ হৃদয়ও। তার রান সংখ্যাও ৩।

এখান থেকে বাংলাদেশের ব্যাটিংয়ের হাল ধরেন মাহমুদল্লাহ ও শান্ত। ৩৭ রানে মাহমুদুল্লাহ আউট হলেও রানের চাকা সচল রাখেন টাইগার অধিনায়ক। অভিজ্ঞ মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। মুশফিকুর রহিম ৭৩ ও শান্ত ১২২ রানে অপরাজিত ছিলেন। একই সাথে ম্যাচসেরাও হন টাইগার কাপ্তান।

এরআগে টস জিতে শুরুটা দুর্দান্ত করে শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটি থেকেই আসে ৭১ রান। এরপরই অল্প সময়ের ব্যবধানে তিন উইকেট তুলে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনেন তানজিম সাকিব। তবুও কুশাল মেন্ডিস আর জানিথ লিয়েনাগারের হাফ সেঞ্চুরিতে ২৫০ পার করে লঙ্কানরা।

টাইগারদের হয়ে তিন করে উইকেট নেন শরিফুল, তাসািকন ও তানজীম সাকিব।

এসএস