ক্রিকেট
এখন মাঠে
0

ইতিহাস গড়লেন ইংলিশ পেসার অ্যান্ডারসন

টেস্ট ক্রিকেট ইতিহাসে একমাত্র পেসারে হিসেবে ৭০০ উইকেটের রেকর্ড স্পর্শ করলেন ইংলিশ বোলার জেমস অ্যান্ডারসন। ধর্মশালা টেস্টে কুলদিব যাদবের উইকেট শিকার করে এ কীর্তি গড়েন তিনি।

অ্যান্ডারসন ৪১ বছর বয়সেও পেস বোলিং করছেন। তার উপর প্রায় ২২ বছর ধরে জাতীয় দলের হয়ে লাল বলে নিয়মিত পারফরমার। সেই জেমস অ্যান্ডারসন ইতিহাসের একমাত্র পেসার হিসেবে গড়লেন অনন্য এক কীর্তি।

অ্যান্ডারসনের রেকর্ডের স্বাক্ষী হয়ে থাকলো ধর্মশালার সবুজ পাহাড়ে ঘেরা সবুজ গালিচা। কুলদিব যাদবের উইকেট তুলে নিয়ে টেস্ট ক্রিকেটে ৭০০ উইকেটের মালিক হলেন এ ইংলিশ পেসার। অবশ্য লাল বলে ৭০০ উইকেটের মালিক আছেন আরও দুইজন।

অ্যান্ডারসন যখন তরুণ ইংলিশ পেসার হয়ে মাঠ মাতাতে ব্যস্ত ছিলেন, সেই সময় ১৩৩ টেস্টে ৮০০ উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটের সর্বকালের সেরা মুত্তিয়া মুরালিধরন। তারপরেই আছেন ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট শিকার করা শেন ওয়ার্ন।

২০০৩ সালে টেস্ট ম্যাচে অভিষেকের পর থেকেই ইংল্যান্ডের সাদা বলের ভরসার নাম অ্যান্ডারসন। ২০১৫ সালে শর্ট ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নিয়ে পুরোপুরি লাল বলে মনোনিবেশ করেন তিনি। বয়স আর ইনজুরির শঙ্কায় বেছে বেছে টেস্ট ম্যাচ খেলা অ্যান্ডারসন অবশেষ নিজের কীর্তিকে রাঙিয়ে তুললেন।

আর মাত্র ৯ উইকেট পেলে অস্ট্রেলিয়ান কিংবদন্তি লেগ স্পিনার ওয়ার্নকে ছাড়িয়ে টেস্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হবেন অ্যান্ডারসন। তবে এই বয়সে আরও ১০০ উইকেট শিকার করাটা তার জন্য কঠিন হয়ে যাবে। তবুও নিজেকে বারবার ছাপিয়ে যাওয়া অ্যান্ডারসন হয়তো চাইবেন সবার উপরে থাকতে।

ইংলিশ এ পেস বোলার শুধু টেস্ট খেলায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে বছরে প্রায় ৮ কোটি টাকা বেতন পেয়ে থাকেন। ২০২২ সালের এক তথ্য বলছে এ ক্রিকেটারের সম্পত্তির পরিমাণ ২০০ কোটির উপরে। যা সময়ের সাথে এখন আরও বেড়েছে।