ক্রিকেট
এখন মাঠে
0

'২০২৩ বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত রিপোর্ট স্পষ্ট না'

তামিম ইকবালের ফেরা নিয়ে আছে ধোঁয়াশা

বিশ্রামের নামে বাদ দেয়া মাহমুদউল্লাহ রিয়াদের সম্প্রতি পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। নিশ্চয়তা দিয়েছেন রিয়াদ থাকছেন টি- টোয়েন্টি বিশ্বকাপ দলে। তামিম ইকবালের জাতীয় দলে ফেরার বিষয়টি এখনো স্পষ্ট নয়। অন্যদিকে বিশ্বকাপে টাইগারদের বাজে পারফরম্যান্স নিয়ে দেয়া তদন্ত কমিটির রিপোর্ট নিয়েও খোলাসা করে কিছু বলেননি বিসিবি সভাপতি।

শনিবার (৯ মার্চ) বিসিবি ভবনে হঠাৎ বোর্ড পরিচালকদের সভা ডাকা হয়। সকাল থেকে তাই সরগরম থাকে দেশের ক্রিকেট পাড়া। সিলেটে চলমান বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের মাঝে পরিচালকদের নিয়ে এ সভা নিয়ে তাই আগ্রহ দেশের শীর্ষ গণমাধ্যমগুলোর।

প্রায় দুই ঘণ্টার মিটিং শেষে সাংবাদিকদের সামনে আসে বিসিবি প্রধান। নাজমুল হাসান পাপনের কাছে জানতে চাওয়া হয় ২ বছর আগে বাদ পড়া মাহমুদউল্লাহ রিয়াদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে থাকা নিয়ে।

বোর্ড সভাপতি অবশ্য নিশ্চিত করেছেন বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন রিয়াদ। বলেন, 'সে যেভাবে একক প্রচেষ্টায় কামব্যাক করেছে তা অসাধারণ। তার এতদিনের অভিজ্ঞতা বিরাট কাজ করেছে। বর্তমান অবস্থায় দলের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় সে।'

জাতীয় দল থেকে অবসর, তারপর আবার ফিরে আসা। এরপর বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়াসহ নানা কারণে বিতর্কিত তামিম ইকবালের জাতীয় দলে ফেরার ব্যাপারে বিসিবি বসের কাছে নেই স্পষ্ট কোন ধারণা।

পাপন বলেন, 'তামিমের বিষয়টা খুব স্পর্শকাতর। কারণ সে সিরিজের মাঝখানে কেন খেলাটা ছেড়েছে, সেটাই এখনো জানি না। তাই এর সমাধান দেয়া কঠিন।'

নানা নাটকীয়তায় ওয়ানডে বিশ্বকাপে খেলতে যাওয়া বাংলাদেশ দলের হতশ্রী পারফরম্যান্সের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে এখনো মিলছে না প্রত্যাশিত উত্তর। তাহলে প্রশ্ন ওঠে অতীতের মতো এবারেও তদন্ত রিপোর্ট থেকে যাবে লোকচক্ষুর আড়ালে।

পাপন আরও বলেন, 'এখানে এমন কোন তথ্য নেই যা আমরা কেউ জানি না। দলের রেজাল্ট খারাপ হওয়ার পিছনের কারণ সবারই জানা।'

২০ মাস আগে অনুষ্ঠিত বিসিবির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অবশেষে জানা জানা গেলো আসছে ৩১ মার্চেই হবে এবারের এজিএম।