ক্রিকেট
এখন মাঠে
0

ম্যাচ রেফারির কাছে যাবে শ্রীলঙ্কা

টিভি আম্পায়ারের দেয়া সিদ্ধান্তে সন্তুষ্ট নয় শ্রীলঙ্কা। নিজেদের প্রশ্নের উত্তর খুঁজতে ম্যাচ রেফারির কাছে যাবে সফরকারীরা। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে এমন জবাব দেন দলের সহকারী কোচ নাভিদ নেওয়াজ।

সম্প্রতিকালে বাংলাদেশ শ্রীলঙ্কা লড়াই মানেই বাড়তি উত্তেজনা। সেই ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে নাগিন ড্যান্স কিংবা বিশ্বকাপে টাইমড আউট থেকে চলতি সিরিজে আপায়ারিংয়ে বির্তক। এ সবই যেন বাংলাদেশ-শ্রীলঙ্কার ক্রিকেটের লড়াইয়ে দিচ্ছে ভিন্ন মাত্রা।

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জয়কে ছাপিয়ে আলোচনার মূল বিষয় এখন আম্পায়ার বিতর্ক। তখন বাংলাদেশের ইনিংসে চার ওভার চলে। শ্রীলঙ্কান পেসার বিনুরা ফার্নান্ডোকে বল সৌম্য সরকার খেলতে গিয়ে উইকেটকিপারের গ্লাভস বন্দি হয় বল।

অন ফিল্ড আম্পায়ার গাজী সোহেল শ্রীলঙ্কানদের আবেদনে সাড়া দিয়ে আউট দেন। সৌম্য রিভিউ নিলে আলট্রা-এজে স্পাইক দেখে টিভি আম্পায়ার মাসুদুর রহমানের সিদ্ধান্তে বাতিল হয় উইকেটটি। আম্পায়দের এমন সিদ্ধান্তে অসন্তুষ্টি মাঠেই প্রকাশ করে লঙ্কান ক্রিকেটাররা।

সংবাদ সম্মেলনে দুদলকে প্রশ্ন করা হলে স্বাগতিক অধিনায়ক এ বিষয়ে মাথাব্যথা না থাকলেও ম্যাচ রেফারির কাছে যাওয়ার হুঁশিয়ার দিয়েছেন লঙ্কানরা।

নাভিদ নেওয়াজ বলেন, 'মাঠের আম্পায়ার আউট দিয়েছেন। আমি নিশ্চিত, টিভি আম্পায়ারের কাছে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বাতিলের জন্য চূড়ান্ত প্রমাণ থাকতে হয়। এটা স্পষ্ট, একটা স্পাইক ছিল। আমরা বড় পর্দায় তা দেখেছি। সেখানে কী ঘটেছিল তা বোঝার জন্য আমাদের এ সিদ্ধান্ত নিয়ে ম্যাচ রেফারির পর্যন্ত যেতে হতে পারে।'

এদিকে বির্তকিত এই ইস্যু নিয়ে কথা বলেছেন সৌম্য সরকার। তিনি স্পষ্ট জানিয়েছেন ব্যাট বলে স্পর্শ করেনি। বলেন, 'আমি আত্মবিশ্বাসী ছিলাম যে ব্যাটে বল লাগেনি তাই আমি সরাসরি রিভিউ নিয়েছি।'

বিতর্কিত এমন ম্যাচের পর বাংলাদেশ-শ্রীলঙ্কার সিরিজ নির্ধারণী ম্যাচে স্বাভাবিকভাবে চোখ থাকবে দর্শকদের। তবে বিতর্ক ছাপিয়ে খেলা উপভোগ করতেই মুখিয়ে থাকবে দেশের ক্রীড়াপ্রেমীরা।