ক্রিকেট
এখন মাঠে
0

রাজকোটে ৪৩৪ রানের বিশাল জয় ভারতের

ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচসেরা জয়সাল

বিশাল ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়েছে ভারত। ৪৩৪ রানের বড় জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ এগিয়ে গেলো টিম ইন্ডিয়া। স্বাগতিকদের দেয়া ৫৫৭ রানের টার্গেটে মাত্র ১২২ রানে গুটিয়ে যায় ইংলিশরা। ম্যাচেসেরা হয়েছেন ডাবল সেঞ্চুরিয়ান জয়সাল।

রাজকোটে সুবিধাজনক অবস্থা থেকেই ব্যাট করতে নামে ভারত। সেঞ্চুরিকে এদিন ডাবল সেঞ্চুরিতে রুপ দেন তিনি। ৭ নম্বর টেস্টে জয়সালের ক্যারিয়ারে এটি তৃতীয় আর দ্বিতীয় ডাবল সেঞ্চুরি।

গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেকেই ১৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন জয়সাল। রাজকোট টেস্টে অভিষেক হওয়া সারফরাজ আহমেদ দ্বিতীয় ইনিংসেও দারুণ ব্যাট করে ৬৮ রানে অপরাজিত থাকেন।

ভারত ইনিংস ডিক্লেয়ার করলে, ইংল্যান্ডের টার্গেট দাঁড়ায় ৫৫৭ রান। পাহাড় সমান টার্গেটে ব্যাট করতে নেমে ধসে পড়ে ইংলিশদের ব্যাটিং লাইনআপ।

কোন ব্যাটারই প্রতিরোধ গড়তে পারেননি। ইংল্যান্ড ১২২ রানে অলআউট হলে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।