বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল
ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল | ছবি : সংগৃহীত
0

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতে খেলবে না বাংলাদেশ—এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজই এ সিদ্ধান্ত নিয়েছে। ভারতের ক্রিকেট বোর্ডের ‘উগ্র সাম্প্রদায়িক নীতি’র প্রেক্ষাপটেই এ সিদ্ধান্ত বলে মন্তব্য করেন তিনি। আজ (রোববার, ৪ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে আসিফ নজরুল এ তথ্য জানান।

এর আগে, গতকাল (শনিবার, ৩ জানুয়ারি) রাতে মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ক্রীড়া উপদেষ্টা। বিসিসিআইয়ের নির্দেশেই কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ফেসবুক পোস্টে আসিফ নজরুল লেখেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয়ার নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

একইসঙ্গে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নেয়ার অনুরোধ জানান তিনি। বলেন, ‘আমি তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছি, বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করা হোক। বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও দেশকে অবমাননা কোনো অবস্থাতেই মেনে নেয়া হবে না।

আজ ভারত থেকে বাংলাদেশের বিশ্বকাপের ভেন্যু সরিয়ে নেয়ার আবেদন জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চিঠি পাঠিয়েছে বিসিবি। বিষয়টি নিশ্চিত করেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।

আইসিসিকে পাঠানো ই-মেইলে বিসিবি জানায়, নিরাপত্তাজনিত কারণে ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়। এ কারণে ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের আবেদন করা হয়েছে। উল্লেখ্য, এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হওয়ার কথা।

আরও পড়ুন:

বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘ক্রিকেটারদের নিরাপত্তা বিষয়ে আইসিসির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। আইসিসির জবাব পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। একই সঙ্গে মোস্তাফিজ ইস্যুতে বিসিসিআইকেও চিঠি দেয়া হয়েছে।’

এর আগে, রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তানের সব বিশ্বকাপ ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের নজিরও আইসিসির সামনে তুলে ধরেছে বিসিবি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই বাংলাদেশ–ভারতের ক্রিকেটীয় সম্পর্কে দূরত্ব তৈরি হয়। সাম্প্রতিক মোস্তাফিজ ইস্যু সেই টানাপোড়েন আরও বাড়িয়েছে।

২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি, চলবে ৮ মার্চ পর্যন্ত। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, বাংলাদেশের চারটি লিগ ম্যাচই ভারতের কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা ছিল।

এদিকে, বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড আগেই আইসিসির কাছে জমা দিয়েছে বিসিবি। রোববার তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। দলে অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে, সহ-অধিনায়ক সাইফ হাসান।

স্কোয়াড থেকে বাদ পড়েছেন জাকের আলী অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কন। ভালো ফর্মে থাকলেও জায়গা হয়নি নাজমুল হোসেন শান্তর। তবে বিসিবি জানিয়েছে, ৩১ জানুয়ারি পর্যন্ত স্কোয়াডে পরিবর্তনের সুযোগ রয়েছে। এরপর পরিবর্তনের জন্য আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন প্রয়োজন হবে।

এনএইচ