প্রতিপক্ষের মাঠে শুরু থেকে চাপে থাকলেও ৪৫ মিনিট পর্যন্ত নিজেদের গোলপোস্টকে রক্ষা করে রিয়ালের ডিফেন্ডাররা। তবে বিরতির ঠিক আগ মুহূর্তে মরক্কোর মিডফিল্ডার আজ্জেদিন উনাহির দুরন্ত গোলে এগিয়ে যায় জিরোনা।
দ্বিতীয়ার্ধে কোচ জাবি আলোনসোর পরিকল্পনায় দলের খেলায় কিছুটা গতি আসে। ৬৭ মিনিটে হুগো রিনকোন বক্সের মধ্যে ভিনিসিয়াস জুনিয়রকে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল।
আরও পড়ুন:
এতে সফল স্পট কিক থেকে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের গোলে সমতায় ফিরে রিয়াল। এরপর ভিনিসিয়াসও একবার বল জালে জড়ায়। কিন্তু অফসাইডের কারণে সেই গোলও বাতিল হয়। শেষ পর্যন্ত এমবাপ্পের পেনাল্টি গোলেই রিয়াল মাদ্রিদ এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।





