সিলেটে বাংলাদেশ ক্রিকেট দল খেলছে টেস্ট। যেখানে রান উৎসবে রেকর্ড গড়েছেন টাইগার ব্যাটাররা। ২৫ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার শীর্ষ চার ব্যাটারের সবাই খেলেছেন পঞ্চাশোর্ধ ইনিংস। রাতে দেশের ফুটবলের প্রাণকেন্দ্র জাতীয় স্টেডিয়ামে খেলবেন হামজা-শোমিতরা। তবে, এমন ব্যস্ত দিনে দেশের ক্রীড়াঙ্গনে সুখবর এনেছে আর্চারি-টেবিল টেনিস।
এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে স্বর্ণপদক লড়াইয়ে নেমেছিল বাংলাদেশ। আগেই শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারানোয় ফাইনালে অন্তত রৌপ্য নিশ্চিত ছিল স্বাগতিকদের। শেষ পর্যন্ত সেটাই সঙ্গী হলো। কম্পাউন্ড মিশ্র ইভেন্টে দুই আরচার হিমু বাছাড় ও বন্যা এই আসরে বাংলাদেশকে এনে দিলেন প্রথম পদক।
আরও পড়ুন:
টেবিল টেনিসেও আগের দিনই পদক নিশ্চিত করেছিলেন জাভেদ আহমেদ ও খই খই মারমা। সেমিফাইনালে বাহরাইনের কাছে হারলেও বাংলাদেশ পেতো ব্রোঞ্জ পদক। তবে নিজেদের ছাড়িয়ে গেলেন বাংলাদেশের দুই তারকা। বাহরাইনের বিপক্ষে সহজ জয় খই খই-জাভেদ জুটিকে নিয়ে যায় স্বর্ণপদকের লড়াইয়ে।
রাতেই তুরস্ক ও আজারবাইজান সেমির বিজয়ী দলের বিপক্ষে ফাইনালে সোনা জয়ের লক্ষ্যে নামবে বাংলাদেশ। তবে ফাইনালে হারলেও দেশের টেবিল টেনিসে সর্বোচ্চ স্বীকৃতিটা এরইমাঝে নিশ্চিত হয়েছে। সেইসাথে একইদিনে দুই আন্তর্জাতিক আসরে বাংলাদেশ পেলো বহুল আরাধ্য পদকের দেখা।





