আমরা দৃঢ়ভাবে চাই ক্রীড়াঙ্গন হবে রাজনীতিমুক্ত-দলীয়করণমুক্ত: আমিনুল

আমিনুল হক
আমিনুল হক | ছবি: সংগৃহীত
1

বিএনপি ক্ষমতায় গেলে আগামীতে দেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত এবংদলীয়করণমুক্ত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা-১৬ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আমিনুল হক। একইসঙ্গে আসন্ন নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দল যাকে মনোনয়ন দিয়েছে, তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক এ অধিনায়ক।

আজ (মঙ্গলবার, ৪ নভেম্বর) সকালে জাতীয়তাবাদী ক্রীড়াদলকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান তিনি। পরে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন সাবেক এই ফুটবলার।

আমিনুল হক বলেন, ‘আমরা খেলাধুলাকে নিয়ে নতুন একটি পরিকল্পনা করছি। যেখানে আমাদের সারা বাংলাদেশের প্রায় ৪৯৫টি উপজেলায় স্পোর্টস ভিলেজ তৈরি করতে চাই। যে স্পোর্টস ভিলেজের মাধ্যমে প্রতিটি উপজেলার এবং ইউনিয়নের সবপ্রকারের যারা খেলাধুলাকে পছন্দ করে তাদের উৎসাহিত করতে আমরা এ স্পোর্টস কমপ্লেক্সগুলো নির্মাণের, আল্লাহ যদি আগামী নির্বাচনে আমাদের নির্বাচিত করে তাহলে আমরা সে পরিকল্পনা হাতে নিয়েছি। এভাবে আমরা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে খেলাধুলাকে ছড়িয়ে দিতে চাই। খেলাধুলার মাধ্যমে আমরা একটি সুস্থ জাতি হিসেবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে চাই।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করেছে, রাজনীতিকরণ করেছে। ৫ তারিখের পর আমি এবং আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান— আমরা দৃঢ়ভাবে চাই ক্রীড়াঙ্গন হবে রাজনীতি মুক্ত। ক্রীড়াঙ্গন হবে দলীয়করণমুক্ত। সেই ক্রীড়াঙ্গনকে শতভাগ পরিপূর্ণভাবে কাজে লাগানোর জন্যই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের যারা এখানে উপস্থিত আছে প্রত্যেকে কিন্তু বাংলাদেশের সাবেক খেলোয়াড়, ক্রীড়া সংগঠক। তাদের কোনো রাজনীতি নাই। তারা শুধু কাজ করবে একটাই, সেটা হচ্ছে খেলাধুলা নিয়ে।’

ক্রীড়া সংগঠকদের কাছে খেলাধুলা দিয়ে দেয়ার আশা ব্যক্ত করে আমিনুল হক বলেন, ‘সে খেলাধুলাকে বাস্তবায়ন করার লক্ষ্য নিয়েই কিন্তু আমি এবং আমার দল— বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের যারা এখানে উপস্থিত আছেন সবাই খেলোয়াড়। তাদের মাধ্যমেই আমরা প্রতিটি জেলা, উপজেলা এবং বিভাগীয় শহরে খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনটা যারা খেলোয়াড় রয়েছে, ক্রীড়া সংগঠক আছে, তাদের ওপরে তাদের হাতে এটি তুলে দিতে চাই।’

এসময় তাকে মনোনয়ন দেয়ার জন্য বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের সবাইকে ধন্যবাদ জানিয়ে রূপনগর-পল্লবীর ভোটারদের তার প্রতি আস্থা রাখার আহ্বান জানান। দীর্ঘদিন ভোট থেকে বঞ্চিত জনগণ ত্রয়োদশ নির্বাচনে ভোট বিল্পব করবে বলে প্রত্যাশা করেন আমিনুল হক।

এসএস