বিশ্বকাপ বাছাইয়ে পৃথচ ম্যাচে নরওয়ে, আজ্জুরিরা ও পর্তুগালের জয়

ইসরাইল-নরওয়ে ম্যাচ
ইসরাইল-নরওয়ে ম্যাচ | ছবি: সংগৃহীত
0

বিশ্বকাপ বাছাইপর্বের আই গ্রুপে আর্লিং হ্যালান্ডের হ্যাটট্রিকে ইসরাইলকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ৬ ম্যাচে ৬ জয় নিয়ে সবার ওপরে নরওয়ে। অন্যদিকে এস্তোনিয়াকে ৩-১ গোলে হারিয়ে ৫ ম্যাচে ৪ জয় নিয়ে টেবিলের দুইয়ে আজ্জুরিরা। এফ গ্রুপে শেষ মুহুর্তের গোলে আয়ারল্যান্ডকে হারিয়েছে পর্তুগাল।

অসলোয় একচেটিয়া আধিপত্যের ম্যাচে ইসরায়েলের জালে গোল উৎসব করে নরওয়ে। ১৮ মিনিটে ইসরায়েলের আত্মঘাতী গোল। এরপর ২৭ মিনিটে আর্লিং হ্যালান্ডের গোল। মিনিট খানেক পরেই আবার আত্মঘাতী গোল ইসরাইলের। এরপর দ্বিতীয়ার্ধের ৬৩ ও ৭২ মিনিটে টানা দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন হ্যালান্ড।

এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচের চতুর্থ মিনিটেই দারুণ এক গোল করে আজ্জুরিদের আনন্দে ভাসান ফরোয়ার্ড ময়জে কিন। ৩০ মিনিটে পেনাল্টি মিস করেন রেতেগুই। যদিও ৮ মিনিট পড়েই ব্যবধান ২-০ করেন ইতালিয়ান স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধে ৭৪ মিনিটে এস্পোসিতোর গোলে ৩ গোলের লিড পায় আজ্জুরিরা। ২ মিনিট পরেই কাউন্টার এট্যাকে ১ গোল শোধ দেয় এস্তোনিয়া।

আরও পড়ুন:

৫ ম্যাচে ৪ জয় নিয়ে টেবিলের দুইয়ে গাত্তুসোর শিষ্যরা। আরেক ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে বেশ কিছু সুযোগ হাতছাড়া করে পর্তুগাল। পেনাল্টি মিস করেন রোনালদো। তবে ম্যাচের অন্তিম মুহুর্তে রুবেন নেভেসের গোলে স্বস্তির জয় পায় পর্তুগাল।

এফএস