ফিলিস্তিনে চলছে ইসরাইলি বর্বরতা। ইতিহাসের নিকৃষ্টতম হত্যাযজ্ঞে এরইমধ্যে প্রাণ হারিয়েছেন গাজার ৫০ হাজারের বেশি মানুষ। ঘর বাড়ি হারিয়েছেন ৪ লাখেরও বেশি ফিলিস্তিনি।
ইসরাইলের এমন বর্বরতম গণহত্যার বিরুদ্ধে বিশ্বজুড়ে চলছে প্রতিবাদ। তারই অংশ হিসেবে গত ৭ এপ্রিল বাংলাদেশসহ সারা বিশ্বে পালিত হয়েছে নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচী। এবার ১২ এপ্রিল মার্চ ফর গাজা কর্মসূচীর ডাক দিয়েছে ছাত্র জনতা। যেটি শাহবাগ থেকে শুরু হয়ে যাবে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত।
এরইমধ্যে প্রতিবাদ কর্মসূচীটির সঙ্গে একাত্মতা জানিয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় জানিয়েছেন, জনতার সঙ্গে কাঁধ মিলিয়ে প্রতিবাদের মিছিলে শামিল হবেন তারাও। সঙ্গে আহ্বান জানিয়েছেন সর্বস্তরের মানুষের অংশগ্রহণের।
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ‘আগামী ১২ এপ্রিল শনিবার, শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ অভিমুুখে মার্চ ফর গাজা শিরোনামে একটি কর্মসূচি আয়োজিত হতে যাচ্ছে। আসুন আমরা সবাই মিলে এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি। আমি এ বিক্ষোভে সাথে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানাই।’
আরেক ভিডিও বার্তায় ক্রিকেটার নাহিদ রানা বলেন, ‘ফিলিস্তিনের গাজায় গণহত্যার বিরুদ্ধে আগামী ১২ তারিখ যে বিক্ষোভ কর্মসূচি হবে আমি তার সাথে সহমত পোষণ করছি।’
বাহাতি স্পিনার তাইজুল ইসলাম এক বার্তায় বলেন, ‘মার্চ ফর গাজা শিরোনামে কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা সবাই এ কর্মসূচিতে অংশগ্রহণ করি এবং গাজাবাসীকে সমর্থন করি।’
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনের অসহায় মানুষদের প্রতি এই অবিচার ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম, তানজিম সাকিব, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিদ তামিম সহ অনেকেই। একই সুরে সুর মেলান তারকা ফুটবলার জামাল ভূঁইয়া, ঋতুপর্ণা চাকমারাও।