বাফুফে নির্বাচনের পর বেশ অনেকটা সময়ের ব্যবধানে ভবনে সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে দেশের ফুটবল অভিভাবক সংস্থার সাবেক কর্তার আগমন ঘিরে।
ঘণ্টাখানেক অপেক্ষা শেষে ভবন থেকে বের হওয়ার আগে ক্রীড়া সাংবাদিকদের মুখোমুখি কাজী সালাউদ্দিন। জানালেন বাফুফেতে আসার কারণও।
কাজী সালাউদ্দিন বলেন, 'এরা চেষ্টা করছে সাফের কিছু হোস্টিং করতে। ওই জিনিসগুলো জেনারেল আলাপ করলাম যে কীভাবে নেয়া যায়। কারণ সব দেশই তো চেষ্টা করে নিতে। আমার তো বাংলাদেশের উপর টান থাকবেই।'
এদিকে সকাল থেকে ফুটবল পাড়ায় গুঞ্জন ইংলিশ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন করবেন না সাফ জয়ী কন্যারা। নাম প্রকাশে অনিচ্ছুক বাফুফের এক কর্মকর্তা জানিয়েছেন সাফে বাটলারের সঙ্গে নারীদের ঝামেলার পর আসরের চ্যাম্পিয়নদের বর্তমান কোন্দলের খবর সত্যি। বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটনের আশা দ্রুতই সমস্যার সমাধান হবে।
কামরুল হাসান বলেন, 'আমাদের ম্যানেজমেন্ট আছে, আমাদের বাফুফে নির্বাহী কমিটির সদস্য আছে। তারা এগুলো টোটালি চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছে, সেক্ষেত্রে খেলোয়াড়দের কোনো কথা এখানে চলবে না। খেলার ভেতর তো ছোটখাট কিছু সমস্যা থাকতেই পারে, ওগুলো আমরা মিনিমাইজ করে নিবো।'
তবে এ বিষয়ে কোনো কথা বলেননি সালাউদ্দিন। পাশাপাশি বিষয়টি খোলাসা করেননি নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তবে কাজ করছেন বলে জানিয়েছেন তিনি।
এদিকে বাফুফেতে হাসিখুশি ঋতুপর্ণা চাকমা, মনিকাদের দেখে বুঝার উপায় নেই কী চলছে অন্দরমহলে। বেশ ফুরফুরে মেজাজে থাকা এই প্রমীলা খেলোয়াড়রা দিলেন বুধবার (২৯ জানুয়ারি) অনুশীলন না করার ব্যাখ্যা।
তাদের হাসির আড়ালে লুকিয়ে আছে কিনা অনেক লড়াইয়ের গল্প সময় আসলেই হয়তো মেলানো যাবে।