এখন মাঠে
0

দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ২১ রানে হেরেছে বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ২১ রানে হেরেছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১১৮ রান সংগ্রহ করে ইংলিশরা। জবাব দিতে নেমে ৯৭ রানে থামে বাংলাদেশ।

শারজায় ব্যাট করতে নেমে শুরু থেকে আগ্রাসী ব্যাট চালান দুই ইংলিশ ওপেনার। দু'জনের ব্যাটে আসে ৪৮ রান। ১৮ বলে ২৩ রান করা বউশায়ারকে আউট করে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন রাবেয়া।

আরেক ওপেনার ওয়াট হজকে ৪১ রানে আউট করেন নাহিদা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালে রানের গতি কিছুটা কমে আসে ইংলিশদের। শেষপর্যন্ত ১১৮ রানে থামে তাদের ইনিংস।

বাংলাদেশের পক্ষে ফাহিমা, নাহিদা ও রিতু মনি ২টি করে উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে একাদশে ফেরা দিলারা আউট হন মাত্র ৬ রান করে। আরেক ওপেনার সাথীর ব্যাটে আসে ৭ রান।

অধিনায়ক জ্যোতির সংগ্রহ ১৫ রান। এরপর একে একে বিদায় নেন স্বর্না, তাজ নেহাররাও। একপ্রান্ত আগলে রাখা সোবহানা মোশতারী খেলেন ক্যারিয়ার সেরা ৪৪ রানের ইনিংস। তাতেও হার এড়াতে পারেনি বাংলাদেশ।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর