আগামী শুক্রবার (১৬ আগস্ট) আসরে অংশ নিতে নেপালে যাবে বাংলাদেশ দল। সাফ অনূর্ধ্ব-২০ আসর সামনে রেখে ৩১ জুলাই থেকে কোচ মারুফুল হকের অধীনে দুই সপ্তাহের অনুশীলন করে।
দলে ডাক পাওয়া ফুটবলারদের নিয়ে নিজেদের মধ্যে একাধিক ম্যাচ খেলে বাংলাদেশের প্রস্তুতি পর্বটা দারুণ হয়েছে। যে কারণে ফাইনালের মঞ্চ নয়। আত্মবিশ্বাসী বাংলাদেশের লক্ষ্য শিরোপা জয়ের।
১৮ আগস্ট থেকে ২৮ তারিখ পর্যন্ত নেপালের কাঠমান্ডুতে আসর অনুষ্ঠিত হবে। 'এ' গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্বাগতিক নেপাল।
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের কোচ মারুফুল হক বলেন, 'যারা আছে তাদের প্রায় সবাই এক্সপেরিয়েন্সড। আমি দেখেছি প্রায় অর্ধেকের বেশি খেলোয়াড়ের শেষ টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা আছে। আমাদের এখানে বিপিএলটা বেশ প্রতিযোগিতামূলক ছিল। বিশেষ করে একটা দল বাদে বাকি সবগুলো দলেরই প্রতিযোগিতা ছিল। এই ম্যাচগুলো খেলার অভিজ্ঞতা আছে তাদের। সেজন্য আমার কাছে মনে হচ্ছে যে এবার ভালো কিছু করা সম্ভব।'