এখন মাঠে
0

মিশন সুপার এইট; অ্যান্টিগায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচ খেলতে অ্যান্টিগায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো ছবিতে অধিনায়ক শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদকে বিমান থেকে নামতে দেখা যায়।

দীর্ঘ ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের সুপার এইটে বাংলাদেশ। চার ম্যাচে তিন জয় নিয়ে ডি গ্রুপে রানারআপ হয়েছে টাইগাররা। যে কারণে সুপার এইটের প্রতিপক্ষও চূড়ান্ত।

বাংলাদেশ সময় আগামী ২১ জুন ভোর সাড়ে ৬টায় ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

শান্তদের পরবর্তী ম্যাচ এর একদিন পরই, একই ভেন্যু অ্যান্টিগায়। ভারতের বিপক্ষে এ ম্যাচটি রাত সাড়ে ৮টায়। এছাড়া সুপার এইটের শেষ ম্যাচ সেন্ট ভিনসেন্টে আগামী ২৫ জুন ভোর সাড়ে ৬টায়, প্রতিপক্ষ আফগানিস্তান।

সুপার এইট পর্বে তিন খেলায় দুই ম্যাচে নেট রানরেট ভালো রেখে জিতলে ইতিহাসের হাতছানি বাংলাদেশ ক্রিকেট দলের সামনে।

কারণ ১৯৯৯ বিশ্বকাপ থেকে আইসিসির কোনো বিশ্বকাপ আসরের সেমিফাইনালে যেতে পারেনি বাংলাদেশ। আগামী ২৯ জুন আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে।

সেই স্বপ্ন পূরণের কঠিন সমীকরণে বাংলাদেশ ক্রিকেট দল পৌঁছেছে আসরের ভেন্যু অ্যান্টিগায়। বিমান ভ্রমণের পর দল বিশ্রামে থাকবে বলে জানা গেছে।

১৯ ও ২০ জুন টানা দুই দিন অনুশীলনের পর সুপার এইটের লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

আসু