এখন মাঠে
0

তাপপ্রবাহ নিয়ে বিসিবির সতর্কতামূলক সেমিনার

তীব্র গরমের প্রভাব পড়েছে দেশের ক্রিকেটে। এ সময়ে ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফদের সুরক্ষায় দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহায়তায় কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তীব্র গরমের কারণে গেল সপ্তাহে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হলেও চলছে ঢাকা প্রিমিয়ার লিগের আসর। অন্যদিকে ২৬ এপ্রিল চট্টগ্রামে জাতীয় দলের জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি শুরু হবে।

আগামী ২৮ এপ্রিল থেকে অনুষ্ঠেয় পাঁচ ম্যাচ সিরিজের টি-টোয়েন্টিকে সামনে রেখে এই মুহূর্তে সিলেটে অবস্থান করছে বাংলাদেশ ও ভারতের নারী ক্রিকেট দল। গরমের মাঝে ক্রিকেটের ব্যস্ত সূচি থাকায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এমন উদ্যোগ, বলছেন আয়োজকরা।