চট্টগ্রামের ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে এই টুর্নামেন্টের আয়োজন করে দেশের অন্যতম বৃহৎ ইস্পাত শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম।
সকালে আগত অতিথিরা টুর্নামেন্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি মেজর জেনারেল শাহেনুল হক বলেন, প্রতিবছর কেএসআরএম-এর সহযোগিতায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এজন্য কেএসআরএম কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান তিনি। কেএসআরএম-এর সঙ্গে সম্পর্ক আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশা করেন তিনি। এদিকে, আঞ্চলিক পর্যায়ের এসব গলফ টুর্নামেন্ট জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলেও আশা করেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে বিজয়ী গলফারদের পুরস্কৃত করা হয়। এসময় কেএসআরএম-এর জ্যেষ্ঠ ব্যবস্থাপক তাজ উদ্দিন, উপ-ব্যবস্থাপক মনিরুজ্জামান রিয়াদ ও জ্যেষ্ঠ কর্মকর্তা মিজান উল হকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

