এখন মাঠে
0

টাইগারদের সামনে কিউই চ্যালেঞ্জ!

এম সুজন আকন

বিশ্বকাপের আগে ঘরের মাঠে একযুগেরও বেশি সময় পর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হাতছাড়া হয়েছিল বাংলাদেশের।

এরপর বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্স এখনও তাজা। ব্যাটিং বোলিং এমনকি ফিল্ডিং- সবখানেই ছিলো ভরাডুবি।

হারের এতো লম্বা ধকল কাটতে না কাটতেই এবার টাইগারদের সামনে আরেক চ্যালেঞ্জ। যে ফরম্যাটে সবচেয়ে দুর্বল বাংলাদেশ। সেই লঙ্গার ভার্সনের চ্যালেঞ্জ টাইগারদের সামনে। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম শিরোপা জয়ী নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগাররা। পূর্ণাঙ্গ শক্তির দল নিয়ে বাংলাদেশে কিউইরা। কিন্তু তারপরেও বিশ্বকাপের দুর্দশা কাটানোর সুযোগ হিসেবেই দেখছেন সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফীস।

তিনি বলেন, ‘নতুন করে শুরু করার জন্য এটা আমাদের জন্য একটা বড় সুযোগ।’

বিশ্বকাপের শুরু থেকেই সেরা ফর্মে নেই ক্রিকেটাররা। এরই মধ্যে কিউইদের বিপক্ষে খেলবেন না সাকিব-লিটনের মতো ক্রিকেটাররা। এমন অবস্থায় এই সিরিজকে ক্রিকেটারদের ফর্মে ফেরার সুযোগ হিসেবে দেখছেন নাফীস।

শক্তির বিচার কিংবা সাম্প্রতিক সাফল্য সবকিছুতেই ঢের এগিয়ে সফরকারীরা। তাদের বিপক্ষে এই ফরম্যাটে ভালো করতে বোলারদের নিতে হবে বাড়তি দায়িত্ব। একই সাথে সাকিব, লিটনদের জায়গায় সুয়োগ পাওয়া ক্রিকেটাদেরও নিজেদের যোগ্যতা মেলে ধরার মঞ্চ হিসেবে এই টেস্টকে দেখছেন শাহরিয়ার নাফীস। একই সাথে ক্রিকেটারদের সবটুকু ঢেলে দিতে পারলে কিউদের বিপক্ষে সাফল্য পাওয়া সম্ভব।

তিনি বলেন, ‘সাকিব ও লিটনের না থাকায় তাদের জায়গায় যারা খেলবেন তাদের জন্য এটা একটা বড় সুযোগ। কারণ সাকিবতো আজীবন খেলবেন না, তাই তার জায়গায় নিজের অবস্থান গড়ার একটা সুযোগ এখন।’

ঘরের মাঠে বরাবরই ভালো ক্রিকেট খেলে বাংলাদেশ। এই সিরিজে এই ধারাবাহিকতা কতোটুকু ধরে রাখতে পারে সেটাই এখন বড় চ্যালেঞ্জ।

এমএসএ

এই সম্পর্কিত অন্যান্য খবর