সাভার-আশুলিয়াকে সিটি করপোরেশন করার পরিকল্পনা; মিশ্র প্রতিক্রিয়া স্থানীয়দের

সাভার-আশুলিয়া অঞ্চল, সাভার পৌরসভা কার্যালয়
সাভার-আশুলিয়া অঞ্চল, সাভার পৌরসভা কার্যালয় | ছবি: এখন টিভি
1

আধুনিক নগরায়ণের ধারাকে আরও সুসংগঠিত ও সেবামুখী করতে গঠন করা হচ্ছে সাভার-আশুলিয়া সিটি করপোরেশন। সরকারের এ সিদ্ধান্তে উন্নত নাগরিক সুবিধা ও প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে বলে আশা করছেন স্থানীয়রা। তবে বাস্তবায়নে দেখা দিতে পারে কিছু কাঠামোগত চ্যালেঞ্জও।

শিল্পনগরী হিসেবে পরিচিত সাভার ও আশুলিয়া। তবে অনিয়ন্ত্রিত নগরায়ণ, পরিকল্পনাহীনভাবে গড়ে ওঠা শিল্পকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকা এ অঞ্চলকে ধীরে ধীরে পরিণত করেছে নানা নাগরিক সমস্যার কেন্দ্রে। সীমিত সম্পদ ও জনবল নিয়ে সাভার পৌরসভা ও আশপাশের ইউনিয়ন পরিষদগুলো এতদিন এ বিপুল জনসংখ্যার নাগরিক চাহিদা পূরণে হিমশিম অবস্থা।

তবে সিটি করপোরেশন বাস্তবায়নের পর সেবা কতটা সম্প্রসারিত হবে— তা নিয়ে নাগরিকদের মধ্যে এখনও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘আমাদের এখানে নিম্ন মধ্যবিত্ত লোকের সংখ্যাই বেশি। তবে আমরা এখানে বর্তমানে যে পজিশনে আছি, এ পজিশনেই থাকতে চাই।’

অন্য একজন বলেন, ‘সিটি করপোরেশনের উদ্যোগটা অনেক ভালো হয়েছে। তবে এখানে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের ক্ষেত্রে কর আদায়ের ব্যাপারটা একটু কঠিন হয়ে দাঁড়াবে।’

এদিকে সাভারকে সিটি করপোরেশনে উন্নীত করার সিদ্ধান্তে উচ্ছ্বাস জানিয়েছে সচেতন মহল ও জনপ্রতিনিধিরা। তাদের মতে, সিটি করপোরেশন গঠিত হলে নাগরিক সুবিধা ও সেবার মান বাড়বে। তবে তাদের আশঙ্কা— উন্নত সেবার সঙ্গে সঙ্গে নাগরিক ব্যয়ও বাড়তে পারে।

আরও পড়ুন:

সাবেক পৌর কাউন্সিলর লায়ন মো. খোরশেদ আলম বলেন, ‘আমার প্রস্তাব থাকবে সাভার সিটি করপোরেশন হলে অবশ্যই যেন, নাগরিক সুবিধার কথা চিন্তা করে সব কার্যক্রম যেন একসঙ্গে শুরু করা যায়।’

সাভার সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ হোসেন বলেন, ‘সাভার সিটি করপোরেশন হলে, এলাকার জনগণের জীবনযাত্রার মান বাড়বে। বাজেট বাড়বে, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন হবে। ড্রেনেজ ব্যবস্থা ভালো হবে।’

এদিকে নতুন সিটি করপোরেশন গঠনের মাধ্যমে পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করা গেলেও বিভিন্ন কারণে এ মুহূর্তে সাভার উপজেলাকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করা অযৌক্তিক বলছেন নগর পরিকল্পনাবিদরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. গোলাম মঈনুদ্দিন বলেন, ‘সাভার পৌরসভা বিগত প্রায় তিন দশকের অধিক সময় ধরে তার যে কাজের পারফরম্যান্স বা যে ধরনের ফলাফল সেটা বিবেচনায় নিলে এ মুহূর্তে সিটি করপোরেশন হিসেবে তাকে উন্নীত করাটা খুব বেশি যুক্তিযুক্ত বা খুব বেশি সুচিন্তিত পদক্ষেপ হিসেবে আমার কাছে মনে হচ্ছে না।’

অপরিকল্পিত নগরায়ণের চাপ মোকাবিলায় ‘সাভার সিটি করপোরেশন’ গঠনকে অনেকেই সময়োপযোগী হিসেবে দেখছেন। তবে এ উদ্যোগকে সফল করতে হলে প্রশাসনিক প্রস্তুতি, সুনির্দিষ্ট পরিকল্পনা এবং কার্যকর সমন্বয়ের ঘাটতি দূর করাই হবে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

এসএস