নির্বাচিত হলে সাধারণ মানুষের স্থায়ী পুনর্বাসন নিশ্চিত হবে সর্বোচ্চ অগ্রাধিকার: আমিনুক হক

গণসংযোগে আমিনুক হক
গণসংযোগে আমিনুক হক | ছবি: এখন টিভি
1

ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, নির্বাচিত হলে কালশী ও মিরপুর এলাকার মানুষের দীর্ঘদিনের উচ্ছেদ আতঙ্ক দূর করতে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করবেন। একইসঙ্গে তিনি সব ধর্ম ও বর্ণের মানুষের জন্য একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির সমাজ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

আজ (বুধবার, ২৮ জানুয়ারি) নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে মিরপুর সিরামিক ও উত্তর কালশী এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, ‘আমি এ এলাকার সন্তান। এখানেই আমার বেড়ে ওঠা। এ এলাকার মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো উচ্ছেদ আতঙ্ক। আমি নির্বাচিত হলে সাধারণ মানুষের জন্য স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করাই হবে আমার সর্বোচ্চ অগ্রাধিকার।’

এসময় এলাকার অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে এ এলাকায় রাস্তাঘাটের বেহাল অবস্থা ও জলাবদ্ধতার সমস্যা বিদ্যমান। আমি মানুষের কষ্ট বুঝি। পাশাপাশি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে একটি উপযুক্ত স্থানে কবরস্থানের ব্যবস্থা করার পরিকল্পনাও রয়েছে।’

আরও পড়ুন:

আমিনুল হক অভিযোগ করে বলেন, ‘একটি রাজনৈতিক দল ও তাদের কর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর সংগ্রহ করছে। অনেক অসহায় মানুষকে অর্থের প্রলোভন দেখিয়ে বিকাশ নম্বর নেয়া হচ্ছে, যা নির্বাচনি আচরণবিধির চরম লঙ্ঘন।’

সাধারণ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘উস্কানি বা প্রলোভনে পা না দিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে এলাকার উন্নয়ন নিশ্চিত করতে হবে।’

গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএস