‘জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট চাই’

সালাহউদ্দিন আহমেদ
সালাহউদ্দিন আহমেদ | ছবি: এখন টিভি
0

জনগণের ভাগ্য উন্নয়ন, গণতন্ত্রকে শক্তিশালী করা এবং জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নে নির্বাচনি গণসংযোগে অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি। এসময় সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশের মানুষ দেশপক্ষের শক্তিকে পাশে পাবে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘বিএনপি দেশের মানুষের রাজনৈতিক দল। দলের সব পরিকল্পনা ও কর্মকাণ্ড দেশের মানুষকে কেন্দ্র করেই প্রণয়ন করা হয়েছে।’

বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা হবে—যে রাষ্ট্রের প্রতিশ্রুতি দেশের মানুষের কাছে দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এনএইচ