আজ (বুধবার, ২১ জানুয়ারি) বেলা ১১ টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে প্রতীক ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির। এ সময় জোট ও দল মনোনীত প্রার্থীরা নির্ধারিত প্রতীক পান।
তবে বেশ কয়েকটি আসনে দেখা যায় বিএনপির বিদ্রোহী প্রার্থী যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এরমধ্যে নারায়ণগঞ্জ-২ আসনের আতাউর রহমান পেয়েছেন কলস, ৩ আসনের রেজাউল করিম পেয়েছেন ঘোড়া, নারায়ণগঞ্জ ৩ ও ৪ আসনে গিয়াস উদ্দিন পেয়েছেন ফুটবল, ৪ আসনের শাহ আলম পেয়েছেন হরিণ প্রতীক।
আরও পড়ুন:
এ সময় প্রার্থী ও সমর্থকদের নির্বাচনি আচরণবিধি সম্পর্কে সচেতন করা হয়। রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের সতর্ক করে জানান, আচরণবিধি লঙ্ঘন হলে কঠোর হবে প্রশাসন। তাই কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
প্রতীক বরাদ্দ পেয়ে প্রার্থীরা জানান, এবারের নির্বাচন অনেকটা চ্যালেঞ্জের, তাই আগামীর নারায়ণগঞ্জকে পরিবর্তনের শপথ নিয়ে জয়ের জন্য তারা এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানান তারা।




