নোয়াখালীতে ৫ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার; ছয়টি আসনে লড়বেন ৪৭ প্রার্থী

নোয়াখালী রিটার্নিং অফিসারের কার্যালয়
নোয়াখালী রিটার্নিং অফিসারের কার্যালয় | ছবি: এখন টিভি
0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র মিলিয়ে ৪৭ জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে নোয়াখালীর ছয়টি নির্বাচনি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই প্রার্থীসহ পাঁচজন প্রার্থী নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

নোয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তা মো: শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নোয়াখালীর ছয়টি আসনে মোট ৪৭ জন বৈধ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামীকাল (বুধবার, ২ জানুয়ারি) বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

আরও পড়ুন:

মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীরা হচ্ছেন নোয়াখালী-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাইয়েদ আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন, নোয়াখালী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী হাসনা জসীম উদ্দিন মওদুদ, খেলাফত মজলিসের প্রার্থী আলী আহমদ ও নোয়াখালী-৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহ মাহফুজুল হক।

এসএস