নোয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তা মো: শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নোয়াখালীর ছয়টি আসনে মোট ৪৭ জন বৈধ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামীকাল (বুধবার, ২ জানুয়ারি) বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে।
আরও পড়ুন:
মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীরা হচ্ছেন নোয়াখালী-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাইয়েদ আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন, নোয়াখালী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী হাসনা জসীম উদ্দিন মওদুদ, খেলাফত মজলিসের প্রার্থী আলী আহমদ ও নোয়াখালী-৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহ মাহফুজুল হক।





