আজ (বুধবার, ১৪ জানুয়ারি) বিকেলে এ ঘোষণা দেওয়া হবে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন জাগপার মুখপাত্র আল রাশেদ প্রধান।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে দেওয়া পোস্টে রাশেদ খান জানান, ১১ দলের সমন্বয়ে গঠিত জোটের চূড়ান্ত আসন তালিকা বুধবার বিকাল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
এ জোটে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়াও রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।





