বাংলাদেশে সেরা নির্বাচন হয়েছিল ১৯৯১ সালে: মঈন খান

ড. আব্দুল মঈন খান
ড. আব্দুল মঈন খান | ছবি: এখন টিভি
0

বাংলাদেশে যত নির্বাচন হয়েছিল এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন হয়েছিল ১৯৯১ সালে— এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আজ (বুধবার, ৭ জানুয়ারি) সকালে রাজধানীর ডিআরইউতে অনুষ্ঠিত জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

মঈন খান বলেন, ‘বাংলাদেশের কোনো রাজনীতিবিদদের খালেদা জিয়ার মতো সব সিট থেকে প্রতি নির্বাচনে জয়ী হওয়ার নজির নেই।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘২০০৮ সালের নির্বাচনের মতো খালেদা জিয়ার উন্নয়ন শহরকেন্দ্রিক ছিল না, তার গ্রামভিত্তিক উন্নয়ন অগ্রাধিকার ছিল। খালেদা জিয়া ছিলেন সম্পূর্ণ আপসহীন এবং তার কাছে দেশ ও মানুষের স্বার্থই ছিল সবার ওপরে।’

এসময় তিনি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে বলে প্রত্যাশাও ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এফএস