হলফনামায় স্বাক্ষর না থাকায় ইনসানিয়াত বিপ্লবের তাহেরুল ইসলাম, রিটার্ন জমা না দেয়া বাংলাদেশ খেলাফত মজলিশ থেকে মো. হারুনুর রশিদ ভূঞা, এক শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. ইয়াকুব নবীর প্রার্থিতা বাতিল করা হয়। এছাড়া এস এম হুমায়ুন কবীর পাটওয়ারী, মোহাম্মদ ইসমাইলের মনোনয়ন বাতিল করা হয়।
আরও পড়ুন:
মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থীরা হচ্ছেন-গণঅধিকার পরিষদের প্রার্থী তারিকুল ইসলাম, বিএনপির অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের জসিম উদ্দিন, আমার বাংলাদেশ পার্টির মো. মজিবুর রহমান ভূঞা, ইসলামী আন্দোলন বাংলাদেশের একরামুল হক ভূঁইয়া, সমাজতান্ত্রিক দলের শামসুদ্দিন মজুমদার, খেলাফত মজলিস মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আবুল হোসেন, আমজনতার দলের সাইফুল করিম মজুমদার।
ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক বলেন, ‘ফেনী-২ আসনে ১৪ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। তার মধ্যে যাচাই-বাছাই শেষে ৫ জনের বাতিল এবং ৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।’





