খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে চতুর্থ দিনেও মানুষের ভিড়

খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড়
খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় | ছবি: এখন টিভি
0

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা ও তার কবর জিয়ারতে চতুর্থ দিনেও সমাধিস্থলে ভিড় করছেন দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। এ দিন শ্রদ্ধা জানিয়েছে বিএনপির একাধিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানাতে এসে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়ার আদর্শ আর অঙ্গীকারের পথেই এগিয়ে যাবে বাংলাদেশ।

খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক শেষে চলছে সাত দিনের দলীয় শোক। এর মধ্যেই ঘন কুয়াশা আর তীব্র শীত উপেক্ষা করে আজ (শনিবার, ৩ জানুয়ারি) ভোর থেকেই খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে ভিড়।

শুধু ঢাকা বা এর আশপাশ নয়, সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রদ্ধা ও দোয়ায় অংশ নিতে মানুষের উপস্থিতি চতুর্থ দিনেও একটুও ভাটা পড়েনি। অনেকেই এসেছেন পরিবার পরিজন নিয়ে। অনেকেই আবার নতুন প্রজন্মকে জানাতে এসেছেন, তাদের একজন আপসহীন নেত্রী খালেদা জিয়া ছিলেন।

খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসাদের মধ্যে একজন বলেন, ‘আসলে ইতিহাসটা বাচ্চাকে দেখানো, যে উনি কে ছিলেন। আসা হয়েছে মূলত বাচ্চাকে দেখানোর জন্যই।’

আরও পড়ুন:

হাজারো মানুষের ফুলেল শ্রদ্ধা ও দোয়ায় সিক্ত হচ্ছেন প্রয়াত খালেদা জিয়া। বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার দেখানো পথেই দেশকে এগিয়ে নেবেন তারেক রহমান— এমন প্রত্যাশার কথা বলছেন আগতরা।

শ্রদ্ধা জানাতে আগতরা জানান, দেশপ্রেমের টান ও খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা থেকেই এখানে এসেছেন তারা। তারেক রহমান তার মা ও বাবার দেখানো পথে দলকে নেতৃত্ব দেবেন এবং দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখবেন বলেও মনে করেন তারা।

এ দিন খালেদা জিয়ার কবর জিয়ারত করেন জাতীয়তাবাদী মহিলা দলের নেতারা। এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘তারেক রহমানের হাত ধরেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের অশুভ কারসাজির কারণেই দীর্ঘদিন অসুস্থ থাকতে হয়েছে বেগম জিয়াকে।’ গণতন্ত্রের জন্য আজীবন লড়াই সংগ্রাম করা এই আপসহীনার সমাধিতে এ দিন আরও শ্রদ্ধা জানান, জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন।

এসএইচ