অসুস্থ মাকে দেখতে দ্বিতীয়বার এভারকেয়ারে তারেক রহমান

তারেক রহমানকে বহনকারী গাড়ি, ইনসেটে তারেক রহমান
তারেক রহমানকে বহনকারী গাড়ি, ইনসেটে তারেক রহমান | ছবি: এখন টিভি
1

বিএনপি চেয়ারপারসন ও মা খালেদা জিয়াকে দেখতে রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তারেক রহমান। দেশে প্রত্যাবর্তনের পর আজ (শনিবার, ২৭ ডিসেম্বর) দ্বিতীয়বারের মতো মাকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

রাতে খুব ছোট একটি নিরাপত্তা বহর নিয়ে হাসপাতালে যান তিনি।

এর আগে, আজ বেলা ১১টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন তারেক রহমান। এরপর তিনি বনানী কবরস্থানে তার প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকো ও শ্বশুর মাহবুব আলী খানের কবরও জিয়ারত করেন।

আরও পড়ুন:

এরপর দুপুরে নির্বাচন ভবনে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য আঙুলের ছাপ ও চোখের আইরিশসহ এ সংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন করেন তিনি। এছাড়া পিলখানা ট্র্যাজেডিতে নিহত ৫৭ সেনা কর্মকর্তার কবরও জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এসএইচ