বাবার কবরের পাশে তারেক রহমানের ‘একাকী কিছুক্ষণ’

জিয়াউর রহমানের কবরের পাশে তারেক রহমান
জিয়াউর রহমানের কবরের পাশে তারেক রহমান | ছবি: এখন টিভি
0

শহিদ রাষ্ট্রপতি ও বাবা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (শুক্রবার, ২৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪২ মিনিটে কবর জিয়ারত করেন। এরপর তিনি বাবার কবরের পাশে একাকী নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলেন। সে সময় উপস্থিত নেতাকর্মীরা কিছুটা দূরে সরে দাঁড়ান।

এর আগে বাবা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর বেশ কয়েকজন নেতাকর্মীদের সঙ্গে তিনি কবর জিয়ারত ও দোয়া এবং মোনাজাত করেন। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে জিয়া উদ্যানের সমাধিস্থলের কাছে পৌঁছান তারেক রহমান। পথে নেতাকর্মীদের উপস্থিতি ও ভিড় ঠেলে কবরের পাশে পৌছাতে সময় লেগে যায়।

আরও পড়ুন:

দুপুরে জুমার নামাজের পর ২টা ৫৫ মিনিটে গুলশানের বাসভবন ২৯৬ নম্বর বাসা থেকে রওনা হয় তারেক রহমানের গাড়িবহর। লাল সবুজ রঙে সাজানো বাসটিতেই চড়েই তিনি বাবার কবর জিয়ারত করতে আসেন।

গতকাল (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) এই বাসেই তিনি বিমানবন্দর থেকে গণসংবর্ধনাস্থলে যান। গতকালের মতো আজকেও তারেক রহমান বাসের সামনে দাঁড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশে হাত নাড়েন। নেতাকর্মীদের ভিড়ের কারণে তারেক রহমানের গাড়িবহর ধীর গতিতে চলতে হয়।

এএইচ